• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন

দিনাজপুর অভিমুখে যেভাবে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৩ জুন, ২০২৩

১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া এই কর্মসূচি নির্বিঘ্নে শেষ করতে সবার সহযোগিতা চেয়েছেন মঞ্চ সংশ্লিষ্ট রাজনীতিবিদরা। তিনদিনের রোডমার্চে মোট আটটি সমাবেশ করার কথাও জানিয়েছে তারা।

শনিবার (৩ জুন) রাজধানীর সেগুনবাগিচায় গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গণতন্ত্র মঞ্চ বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে বলে জানিয়েছে।

আগামীবাল রোববার (৪ জুন) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত ঘোষণা শেষে রোডমার্চ শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি জানান, ৪ জুন সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত ঘোষণা শেষে রোডমার্চের যাত্রা শুরু হবে। বেলা ১১টায় গাজীপুর চৌরাস্তায় সমাবেশ, বিকেল ৪টায় টাঙ্গাইলে সমাবেশ, ৫ জুন বেলা ১১টায় সিরাজগঞ্জে সমাবেশ, বিকেল ৪টায় বগুড়ার মোকামতলায় সমাবেশ, ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ, বিকেল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ, ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে সমাবেশ, বিকাল ৪টায় রংপুরে সমাবেশ হবে।

এছাড়া রোডমার্চ চলাকালে নির্ধারিত স্পটের বাইরেও কিছু জায়গায় পথসভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বক্তব্য দিতে পারেন বলে জানানো হয়।

সাইফুল ইসলাম জানান, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা রোডমার্চে নেতৃত্ব দেবেন। এতে অংশ নেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারীসহ অন্যরা।

দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে এই রোডমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এমনটা জানিয়ে সাইফুল ইসলাম বলেন, আমরা যেকোনো ধরনের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সম্পন্ন করতে চাই। আশা করি, সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে সহযোগিতা করবেন।

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ গত ১৭মে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ