• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন

মুক্তির আগেই বিপুল অঙ্কের আয় ‘আদিপুরুষ’ সিনেমার

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২ জুন, ২০২৩

মুক্তির আগেই বিপুল অঙ্কের অর্থ আয় করেছে প্রভাস ও কৃতী স্যাননের সিনেমা ‘আদিপুরুষ’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা যাচ্ছে, শুধুমাত্র তেলুগু ভার্সানের থিয়েট্রিক্যাল সত্ত্ব বিক্রি করেই ১৮৫ কোটি রুপি আয় করেছে ‘আদিপুরুষ’। জিএসটি যুক্ত হলে এই মূল্য ২০০ কোটি টাকার বেশি। প্রসঙ্গত, পাঁচশো কোটি টাকা বাজেটে তৈরি প্রভাস-কৃতীর নতুন ছবি। যদি ছবির থিয়েট্রিক্যাল সত্ত্বের এই খবর সত্যি হয় তাহলে মুক্তির আগেই তার অনেকটাই এর মাধ্যমে পেয়েছে যাচ্ছেন প্রযোজকরা।

ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত। এতে বিগ বাজেটে নির্মিত এ ছবি অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। সমালোচনাও কম হয়নি ছবিটি নিয়ে। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছিল কৃতী স্যানন। এছাড়া রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন।

রামনবমীর দিন মুক্তি পেয়েছিল ‘আদিপুরুষ’র পোস্টার। সীতার বেশে পোস্টারে ধরা দিয়েছেন কৃতি। সিনেমার পোস্টার দর্শকের ভালো লাগলেও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ