জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন শুরু করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বাজেট উপলক্ষে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে। ওই সময় ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৭১৩ কোটি টাকা।
বাজেটে প্রাথমিক ও গণশিক্ষাখাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। বিগত বছরে যা ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। বিগত বছরে ছিলো ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।
কারীগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬০২ কোটি টাকা। বিগত বছরে ছিলো ৯ হাজার ৭২৭ কোটি টাকা।
বাজেটে শিক্ষাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় ৮ দশমিক ২৪ শতাংশ বেশি।