• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন আব্দুল আউয়াল

আরিফ রববানী , ময়মনসিংহ || / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে নিজ দায়িত্বে অতিরিক্ত ভাইস চ্যান্সেলর হলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন পদে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ শে মে ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের (আচার্য) অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য মেয়াদ পুর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল কে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে দায়িত্বে প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মেয়াদ পূর্তিতে পরবর্তীতে ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক প্রয়োজনে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালকে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়কাল তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী মাে আব্দুল আউয়াল বাকৃবির ভেটেরিনারি অনুষদে ১৯৮৪ সালে স্নাতক এবং এনাটমি বিভাগে ১৯৮৯ সালে স্নাতকোত্তরে পড়াশোনা করেন। তিনি জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেটেরিনারি অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৮৮ সালে বাকৃবিতে লেকচারার হিসেবে যোগদান করেন। পরে তিনি ১৯৯১ সনে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সনে সহযোগী অধ্যাপক এবং ২০০২ সন থেকে অদ্যাবধি অধ্যাপক হিসেবে শিক্ষাদান করে যাচ্ছেন। এছাড়াও তিনি পোহাং ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, দক্ষিন কোরিয়ায় ২০০৪-০৫ পর্যন্ত ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। তার জাতীয় এবং আর্ন্তজাতিক পর্যায়ে মোট ৬৪ টি গবেষনা প্রবন্ধ রয়েছে।

বর্তমানে অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিনের পদে অধিষ্ঠিত আছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব পেয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল বলেন,মহামান্য রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব তা সঠিক ভাবে পালন করার। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের করতে আমি চেষ্টা করে যাবো। বাংলাদেশের কৃষিকে উন্নত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই দেশের কৃষি এবং কৃষক যেন এই বিশ্ববিদ্যালয় দ্বারা উপকৃত হয় সেই লক্ষ্যে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ