• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষনার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনার্থীর গাড়ির ধাক্কায় প্রশিক্ষক গোলাম রসুল নিহত হয়েছে । সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে টিটিসির ভিতর প্রশিক্ষনের সময় এ ঘটনা ঘটে। নিহত গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়ী চালানো প্রশিক্ষন দিচ্ছিলেন গোলাম রসুল। এসময় চালকের আসনে থাকা এক শিক্ষার্থী গাড়ী পেছনে নেয়ার চেষ্টা করলে চাপা পড়ে গুরুত্বর আহত হন গোলাম রসুল । সেখান থেকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ