• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

রাসিক নির্বাচন উপলক্ষ্যে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষ্যে ১৪ দল রাজশাহীর সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় রাণীবাজারস্থ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে বিকাল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ দলের কর্মী সভা অনুষ্ঠিত হবে। আগামী ২ জুন বিকাল ৪টায় ১৪ দলের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর ন্যাপ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামিণিক, জেলা ন্যাপের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রদীপ মৃধা, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য মনির উদ্দিন, আব্দুল মমিন, নাজমুল করিম অপু, জাসদ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক গাজী মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ