• বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

কোতোয়ালি থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেফতার ৯

আরিফ রববানী , ময়মনসিংহ || / ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩শে মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক-পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মাঝে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম কাচারীঘাট থেকে মাদক মামলার আসামী মোঃ খলিলকে গাজা ও গাজা বিক্রির টাকাসহ, এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম পাটগুদাম হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী ইমন, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম সুহিলা এলাকা থেকে চাঁদা দাবী মামলার আসামী মাসুদ রানা,
এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী নয়ন মিয়া, রকি, মোঃ জসিম, উজ্জলকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রুবেল মিয়া এবং এসআই কামরুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ নুরুজ্জামান মাসুম ও মোঃ ইব্রাহিম। গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ অপরাধ নির্মুলে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ