• বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

ঝিনাইদহে সেতু ভেঙে বালুবোঝাই ট্রাক খালে, ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২০ মে, ২০২৩

ঝিনাইদহে সেতু ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শনিবার (২০ মে) ভোরে শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া-চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে দুই পাশের কমপক্ষে ২০ গ্রামের মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাধুহাটী-চামটিপাড়া মোড় থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর সেতুটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রাস্তা ভুল করে বালুবোঝাই একটি ট্রাক লাঙ্গলবাঁধ যাওয়ার জন্য ওই রাস্তায় গিয়ে সেতুর ওপর উঠলে সেতুটি ভেঙে পড়ে।

এতে চরপাড়া, খুলুমবাড়ীয়া, মাদলা, নাদপাড়া, হাকিমপুর ও নলখোলাসহ ২০টি গ্রামের মানুষের থানা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন থানা সদরের সঙ্গে যোগাযোগ করতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা ইসলাম মিয়া বলেন, বালুবোঝাই ট্রাকটি লাঙ্গলবাঁধ যাওয়ার উদ্দেশ্যে রাস্তা ভুল করে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে আমরা তীব্র ভোগান্তিতে আছি। একই সঙ্গে স্কুলে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, আমরা ঘটনাটি শুনেছি । বালুবোঝাই ট্রাক পার হতে গিয়ে সেতুটি ভেঙে গেছে। যত দ্রুত সম্ভব সেতুটি পুনরায় নির্মাণ করার জন্য জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

তিনি আরও জানান, ট্রাকটি সরানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ