• বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

একসঙ্গে হকি ও ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ান ব্রায়ন আর নেই

ক্রীড়া ডেস্কঃ / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২০ মে, ২০২৩

সাবেক অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক ব্রায়ান বুথ আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শনিবার মৃত্যু হয় অস্ট্রেলিয়ার এই টেস্ট ক্রিকেটারের। ৮৯ বছরে মৃত্যু বরণ করেন অজিদের ৩১তম টেস্ট দলের অধিনায়ক। এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও নিক হকলি। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

নিক হকলি বলেছেন, ‘ব্রায়ানকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার স্ত্রী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার একটি অসাধারণ জীবন ছিল। দুঃখজনকভাবে আমরা তা মিস করব। ক্রিকেটে তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সর্বদা স্মরণ করা হবে।’

১৯৬১ সালের অ্যাশেজ সফরে এনএসডাব্লিউ দলের সদস্যরূপে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর ১৯৬৬ পর্যন্ত ২৯টি টেস্ট খেলেছেন অজিদের জার্সিতে এই তারকা। তবে শুধু ক্রিকেট নয় হকিতেও পারদর্শী ছিলেন তিনি। ১৯৫৬ সালে অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বও করেন।

এছাড়া ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে ‘এমবিই’ ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ