• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আইপিএল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

দেশের আওয়াজ ডেস্কঃ / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ মে, ২০২৩

কুষ্টিয়ার হরিপুরের গোয়ালদহে কেরাম বোর্ডে জুয়া খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী এবং মিরাজ নামে দু’জন নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া শহরতলীর হরিপুরের গোয়ালদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় আরো ছয়জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্ধ গ্রামের সাহেব আলীর মুর্দি দোকানে ক্যারামবোর্ড এবং আইপিএল ক্রিকেট খেলাকে নিয়ে জুয়া চলে আসছিলে। এতে বাধা দিলে সাহেব আলির লোকজন কয়েকদিন আগে মিরাজ নামের এক ব্যক্তিকে মারধর করে। এরই জের ধরে আজ রাতে মিরাজের লোকজন সাহেবের দোকানে হামলা চালায়। এসময় দুই গ্রুপের সংঘর্ষে মিরাজসহ উভয় পক্ষের দুজন মারা যায়।

নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ