• মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

রাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৭তম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৭ মে, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৭তম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকেলে মওলানা ভাসানী ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি,বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ভারপ্রাপ্ত প্রফেসর ড. মো. এনামুল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি প্রফেসর মো.হাবিবুর রহমান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড.আব্দুল আলীম, ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন পরিবেশবিদ প্রফেসর ড. আবুল কালাম আজাদ, কৃষক দলের রাজশাহী জেলার সভাপতি সফিকুল আলম সমাপ্ত, জাসাস রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ন- আহ্বায়ক এস,এম মাহমুদুল হাসান মিঠু, সমাজতান্ত্রীক ছাত্রফ্রন্টের সভাপতি রিদম শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সভাপতি রাইহান আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে রাজশাহীকে মরুকরনের জন্য ফারাক্কা বাধকে দায়ী করেন। সকল বক্তারা দেশের জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, প্রচন্ড গরম, খরা, মাছের আকাল ফারাক্কা বাধের মাধ্যমে উজানের পানি প্রত্যাহারের ফলাফল বলে মনে করেন।তারা ভারতের কাছে পানির নায্য হিস্যা চান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক প্রফেসর ড.সৈয়দ সরওয়ার জাহান লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ