রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নে (ইউপি) বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ১৭মে বুধবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহা, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক, তোফায়েল আহমেদ ও শরিফুল ইসলাম রাজাপ্রমুখ। এসব উন্নয়ন কাজের মধ্যে রয়েছে ইউপির বাতাসপুর নিচপাড়া মসজিদ হতে আসাদের বাড়ি পর্যন্ত গ্রামের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ এবং
কামারগাঁ বাজারের পাকা রাস্তার মোড় হতে মাষ্টারপাড়া মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণ।