রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার (১৪ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগেউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান এর
সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ এবং সাংবাদিক এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।