আসন্ন ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম রুবেলের নেতৃত্বে গতকাল রাজশাহী চন্ডিপুর এলাকার রাসিক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ করছেন।
এ সময় এলাকাবাসীর ও পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে লিটন ভাইকে ভোট দেওয়ার আহ্বান করেন। এ সময় রুবেল এলাকাবাসী ও পথচারীদের উদ্দেশ্য করে বলেন, রাজশাহী নগরীতে যে সকল উন্নয়ন হয়েছে তা লিটন ভাইয়ের অবদান। তাই আমাদের লিটন ভাইকে আবারো নির্বাচিত করতে হবে। তাহলেই অসমাপ্ত কাজগুলো পরিপূর্ণতা পাবে। এছাড়াও কর্মসংস্থানের সুযোগ হবে আপনাদের ছেলে-মেয়েদের। তাই আপনাদের প্রতি আহ্বান জানাই আবারো লিটন ভাইকে নির্বাচিত করুন।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন, আব্দুল হান্নান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, সোহেল রানা, শুভ্র, মোহাম্মদ হাবিব, সজল, ডালিম, বাবু, মহির উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।