নাটোরে ১৬২ পিস ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহনুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১২ মে) বিকেলে নাটোর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শাহিনুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা এবং রাজশাহী জেলার চারঘাট থানার এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাটোর শহরের রথবাড়ি এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নাটোর কার্যালয়ের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম তাকে আটক করে দেহ তল্লাশি করেন। এসময় তার কাছ থেকে ১৬২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলার পর তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।
চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, শাহনুল ইসলাম চারঘাট থানার এএসআই। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, এএসআই শাহানুল ইসলামকে থানায় হস্তান্তর পর শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।