নির্বাচনে আসা বিএনপির অধিকার এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না বা কোনো প্রলোভনও দেখাচ্ছে না।
বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্যা ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক শীর্ষক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নির্বাচনে না আসলে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে আসাটা তাদের অধিকার। এখানে সরকার কোনো দয়া বর্ষণ করছে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘সরকার তাদেরকে আমন্ত্রণ করে ডেকে আনবে না। কারণ এটা তাদের অধিকার। এটা তাদের জন্য সুযোগ না। গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক দল হিসেবে নেওয়া প্রয়োজন। এটা আমরা সব দেশে দেখে থাকি। আমরা তাদেরকে ফাঁদে ফেলছি না। কোনো প্রলোভনে ফেলছি না।’
বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না বলে দলটির নেতাদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আওয়ামী লীগকে বিশ্বাস করছে না কেন? আওয়ামী লীগ তাদের কি প্রতিশ্রুতি দিয়েছে? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।’
ওবায়দুল কাদের জানান, বিএনপির নির্বাচনে আসার বিষয়টা তাদেরই সিদ্ধান্ত। এখানে কেউ কাউকে ডেকে আনছে না।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (জাহাঙ্গীর) আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। ওর মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছে, সেটা তো আমাদের জানা নাই। কাজেই তাকে তো বিরত রাখা আমাদের বিষয় না।’