রাজশাহীর গোদাগাড়ীতে ৩শ’ গ্রাম হেরোইনসহ চার জন মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ।
আজ বুধবার সকাল ৭টার সময় উপজেলার ফুলতলা খেয়া ঘাট থেকে তাদের হেরোইনসহ আটক করে।
আটককৃতরা হলো মোঃ রফিকুল ইসলাম (৩২) পিতা- মোঃ জারজিস আলী, মোঃ ইউসুফ আলী (২৮) পিতা- মৃত হামিদুর রহমান উভয় সাং- দিয়াড় মানিকচক, মোঃ শরিফ (৩৫) পিতা- মোঃ আঙ্গুর আলী, সাং- বড়গাছি, মোঃ শফিকুল (৪৭) পিতা- মৃত আমজাদ আলী সাং- দিয়াড় মানিকচক সর্ব থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ নাছিম উদ্দিন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামস্থ মোঃ আবুল কালাম আজাদের চা স্টলের দক্ষিন পূর্ব পার্শ্বের ফুলতলা ঘাটে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে ধৃত আসামীদের হেফাজত হতে ৩০০ (তিনশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের পুরাতন টিভিএস মেট্রো ১০০সিসি মোটরসাইকেল উদ্ধার ও তাদের আটক করা হয়।
এ সংক্রান্তে ধৃত আসামীগণদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।