জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে এম এ ওয়াজেদ মিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং অন্যান্য সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।