• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

কোতোয়ালী মডেল থানার ওসি কামালের জন্মদিন পালিত

ময়মনসিংহ প্রতিবেদক: / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৫ মে, ২০২৩

জীবনে সুখ শান্তি দীর্ঘায়ু সুস্থতা ,দোয়া ও শুভ কামনায় ঘরোয়া পরিবেশে কেক কেটে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের জন্মদিন পালন করেছে ময়মনসিংহ রাজনৈতিক,সামাজিক, পেশাজীবি ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে ১নং ফাঁড়ি পুলিশসহ পুলিশের কর্মকর্তারাও তাদের প্রিয় মানুষটি কে ফুলেল শুভেচছায় সিক্ত করাসহ কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে ওসি শাহ কামাল আকন্দের জন্মদিন পালন করেছে।

গত বৃহস্পতিবার (৪ মে ২০২৩/) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় তার নিজ কার্যালয়ে কেক কেটে পালিত হয় জামালপুর জেলার কৃতি সন্তান, মেধাবী পুলিশ কর্মকর্তা জন্মদিন,পরে তাকে ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা তাকে ফুলেল শুভেচছায় জন্মদিনে অভ্যর্থনা জানান।

ওসি শাহ কামাল আকন্দ গত ২০২১ সালের ১৯ আগষ্ট
বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সততা, দক্ষতা ও মেধার সংমিশ্রনে অর্পিত দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন শাহ কামাল হোসেন আকন্দ। থানায় যোগদানের আগে ৩ বছর ডিবি ওসি হিসেবে দায়িত্ব পালনকালে ৬১ কোটি টাকার মাদক উদ্ধার ছাড়াও ৪৪ টি ক্লুলেস মার্ডার কেসের রহস্য উন্মোচন করে নগরব্যাপী আলোচনায় শিরোনাম হন। থানাতে দায়িত্ব দেওয়ার পর গত ১বছরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমানুষের আস্থার প্রতীক হিসাবে মানুষের বন্ধু সুলভ আচরণের মাধ্যমে সবার সাথে মিশে আছেন তিনি। তার মধ্য নেই কোন অহংকার,সকল পেশাশ্রেণীর মানুষ যে কোন কাজে তার সাথে অনায়াসে দেখা করে যে কোন বিষয়ে সুষ্ঠু সমাধান পায় নিধায় তিনি কোতোয়ালির মানুষের কাছেও বেশ প্রশংসিত। অসংখ্যবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবেও স্বীকৃতি পান ওসি শাহ কামাল আকন্দ।

জন্মদিনে মানুষের ভালবাসায় সিক্ত হওয়ার পর ময়মনসিংহের মানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে শাহ কামাল আকন্দ জানান, জনগণের কাঙ্খিত পুলিশী সেবা ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানসহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আপ্রাণ চেষ্টা করবে। দায়িত্ব পালনে তিনি ময়মনসিংহ বাসীর সহযোগিতা ও সকলের নিকট দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ