• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

১০০ কোটির ঘরে ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। আর এবার মুক্তির মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করে রেকর্ড গড়লো এই ছবিটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অপরদিকে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি।

এর আগে বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সেই ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান এবং সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ ও আরও অনেকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ