• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

সিরতা ইউনিয়নে কার্পেটিং রাস্তার উদ্বোধন করলেন চেয়ারম্যান সাঈদ

ময়মনসিংহ প্রতিবেদক: / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নে ২কিলোমিটার মাটির কাচা রাস্তা কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ । বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন তিনি। ইউনিয়ন উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় রাস্তার কাজটি করা হয়েছে বলে জানা গেছে। সিরতা ইউনিয়নের কোনাপাড়া চৌরাস্তা কটিয়ার মোড় হইতে কোনাপাড়া সেলুগাড় হয়ে ভবানীপুর খালেকের মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ উদ্বোধন করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ জানান, স্বাধীনতার পর থেকে রাস্তাটি মাটির ছিল। ভোটের সময় এসব এলাকার আপামর জনসাধারণের প্রাণের দাবি ছিল রাস্তাটা পাকা করার। আমি তাদের কাছে ওয়াদা করে ছিলাম চেয়ারম্যান নির্বাচিত হলে নতুন ভাবে কোন রাস্তার কাজ হলে এ রাস্তা কার্পেটিং করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হল। পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার প্রতিটি পাকা রাস্তা সংস্কার ও মাটির রাস্তা কার্পেটিং করা হবে। ইউনিয়নবাসী যে আসা নিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন তার সবগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ । এজন্য তিনি ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন । এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার ও এলাকার গণ্যমান্য জনসাধারন উপস্থিত ছিলেন। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আমরা ইউনিয়নের নাগরিক এটা বলতে কষ্ট হত। দীর্ঘদিন পর পাকা রাস্তা হবে এটা কল্পনাতীত । এটা অত্যান্ত ভালো লাগছে। কাদার সময় ঘরে ফসল আনা রোগী নিয়ে শহরে যাওয়া অত্যান্ত কষ্টকর ব্যাপার ছিল। ভোটের সময় চেয়ারম্যান সাঈদ এর কাছে দাবিই ছিল রাস্তা করে দেওয়ার। তিনিও ওয়াদা করেছিলেন নির্বাচিত হলে রাস্তা পাকা করন করে দিবেন। সেটি বাস্তবায়ন করলেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ