• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য কবির হোসেনের মৃত্যুতে বিএনপি নেতা শরিফ উদ্দিনের শোক

নিজস্ব প্রতিবেদক : / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ মে, ২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সংসদ সদস্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী, প্রথিতযশা রাজনীতিবিদ ও প্রবীণ বিএনপি নেতা কবির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব গোদাগাড়ী-তানোর বিএনপির অভিভাবক মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। তিনি শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপান করেছেন।
শোক বার্তায় শরিফ উদ্দিন বলেন, জনাব কবির হোসেন ব্যক্তিগতভাবে একজন সজ্জন ও পরোপকারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন আইন বিশেষজ্ঞ ছিলেন। তিনার মৃত্যুতে রাজশাহী তথা উত্তরাঞ্চল একজন তুমুল জনপ্রিয় নেতা হারালো। বিএনপি’র প্রতিষ্ঠার লগ্ন থেকে জনাব এ্যাডভোকেট কবির হোসেন স্থানীয় পর্যায়ে থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং সফলতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।
বিএনপি নেতা শরিফ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ