ময়মনসিংহের সদর উপজেলার অবহেলিত একটি গ্রাম চৌড়াপাড়া । উপজেলার সিরতা ইউনিয়নের জনবহুল এলাকা এটি। দেশ স্বাধীনের পর থেকে উপজেলার প্রায় সব এলাকায় নতুন নতুন রাস্তা নির্মাণ করা হলেও চৌড়াপাড়া গ্রামের মানুষের দুর্ভোগের কথা ভাবেনি কেউ। এ অঞ্চলের মানুষ দীর্ঘ ৩০টি বছর ক্ষেত খামারের ছোট-ছোট আইল দিয়ে চলাচল করে আসছে। তারা একটি রাস্তার জন্য কত না ধর্ণা ধরেছে চেয়ারম্যান-মেম্বরদের কাছে। কিন্তু শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ হয়ে আসছে এ যাবতকাল।
অবশেষে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলহাজ্ব আবু সাঈদ এর প্রচেষ্টায় চৌড়াপাড়া গ্রামবাসী পেয়েছে তাদের স্বপ্নের রাস্তা। যার নাম করণ করা হয়েছে চৌড়াপাড়া সড়ক।
জানা যায়, উপজেলার সিরতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম চৌড়াপাড়া । যে গ্রামে যাওয়ার কোন রাস্তা ছিলো না। ধান ক্ষেতের ছোট আইলই ছিলো যাদের চলাচলের একমাত্র সম্বল। তিন যুগ এভাবেই সীমাহিন দুর্ভোগ পাড়ি দিয়ে চলে আসছে স্কুল শিক্ষার্থীসহ ওই অঞ্চলের মানুষ। তারা একটি মাত্র রাস্তার জন্য ইতিপূর্বে বহু চেয়ারম্যান-মেম্বরদের দারস্তও হয়েছেন। কিন্তু সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছে তারা। বর্তমানে ২ শতাধিক পরিবারের প্রায় শতাধিক লোক সেখানে বসবাস করছে। অবশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ এর প্রচেষ্টা এবং স্থানীয় বিত্তবানদের সহায়তায় চৌড়াপাড়া বাসী পেয়েছে স্বপ্নের রাস্তা।
এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বলেন, আমরা কোনদিনও ভাবেনি যে রাস্তা পাবো। এ পর্যন্ত বহু জনপ্রতিনিধি ও নেতাদের দারস্ত হয়েছি। কিন্তু সুফল পায়নি। তাই বিষয়টি বর্তমান চেয়ারম্যান সাঈদ এর সাথে আমাদের বিষয়ে সব বলি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এখানে রাস্তা হবে। তাই আমরা গ্রামবাসী নতুন এই স্বপ্নের রাস্তার নাম করণ করেছি ’চৌড়াপাড়া সড়ক’। রাস্তাটি উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।
বুধবার (৩রা মে) ওই সড়কটি পরিদর্শন করেন চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ । এ সময়ে তিনি বলেন, পথঘাট যেখানে না থাকে সেখানে বসবাস করাটা খুবই কঠিন। অর্থাৎ জীবন যাত্রার প্রতিটি জায়গায় কিন্তু যাতায়াত একটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেখানে চলে এসেছে উন্নয়নের মহাসড়কে, সেখানে এ জায়গাটা একেবারই বে-মানান। মোটামুটি একটা চলাচলের উপযোগি রাস্তা করা হয়েছে। আগামী অর্থ বছরে রাস্তাটির স্থায়ী ব্যবস্থা করা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।