• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

৫ বছরে বিশ্বে দেড়কোটি কর্মসংস্থান হারাবে মানুষ

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২ মে, ২০২৩

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে দিন দিন সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দিন দিন ছোট হচ্ছে চাকরির বাজার, চাকরি হারিয়ে বেকার হচ্ছে বহু মানুষ।

বিশ্বজুড়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে আগামী পাঁচ বছরে ব্যাপক হারে হ্রাস পাবে মানুষের চাকরির বাজার। এক প্রতিবেদনে এমনটাই বলছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

৮০০ এর বেশি কোম্পানির ওপর জরিপ চালিয়ে রোববার প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) মাত্রাতিরিক্ত ব্যবহার প্রভাব ফেলছে কর্মসংস্থানে। এর ফলে মানুষের জায়গা নিয়ে নেবে রোবট।

সুইজার‍ল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের আয়োজনে এক বৈঠকে বিশ্বনেতাদের আলোচনায় উঠে আসে, ২০২৭ সালের মধ্যে ৬ কোটি ৯০ লাখ কর্মসংস্থান তৈরির বিপরীতে ৬ কোটি ৯৯ লাখ চাকরি বিলুপ্ত করতে পারেন নিয়োগকর্তারা। এর ফলে চাকরির বাজার হারাবে এক কেটি ৪০ লাখ মানুষ। যা বর্তমান কর্মসংস্থানের ২ শতাংশের সমান।

এই চাকরির বাজার বিলুপ্তির জন্য দায়ী করা হচ্ছে এআই প্রযুক্তিকে। তবে এই প্রযুক্তি পরিচালনার জন্যও নতুন কর্মী প্রয়োজন হবে। ২০২৭ সালের মধ্যে ডাটা বিশ্লেষক, বিজ্ঞানী, মেশিন লার্নিং বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ বাড়তে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে ডব্লিউইএফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ