ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজশাহী কাদিরগঞ্জে একটি কনভেশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি তারিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে্ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারেফজ মাওঃ আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম খান ও রাজশাহী জেলার সভাপতি মাওলানা হোসাইন আহমদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী।
সভায় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে করণীয়, সাংগঠনিক তৎপরাতা বৃদ্ধি এবং কর্মীরা কিভাবে নির্বাচনে কাজ করবেন সে সব বিষয়ে আলোচনা হয়।