নাটোরে গরমের ক্লান্তি দূর করার জন্য পথচারী ও সাধারণ মানুষের জন্য সুপেয় বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। সোমবার (১ মে) সকালে শহরের কানাইখালি এলাকায় নাটোর পৌরসভার মেয়রের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানির আয়োজন করা হয়।
এ সময় পানি পান করেন, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ শিক্ষক, শ্রমিক ও পথচারিরা।
নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি বলেন, যাদের ঘামের বিনিময়ে আমরা আজ সুন্দর পৃথিবীতে বাস করতে পারছি। মহান মে দিবস উপলক্ষ্যে এই গরমে তৃষ্ণা মেটাতে পথচারী, সাধারণ মানুষ এবং শোভাযাত্রায় আগত মানুষের মাঝে নাটোর পৌরসভার আয়োজনে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। যাতে গরমে সবাই সুপেয় বিশুদ্ধ পানি পান করতে পারেন।