“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে মহান মে দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে সোমবার (১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা এবং সহ-সভাপতি ও জনতা ব্যাংক লিমিটেডের সিবিএ নেতা মোঃ তুলেজুল ইসলাম, সহকারী কমিশনার মো. জুবায়ের জাহাঙ্গীর, জেলা কালচারাল অফিসার মোঃ ফারুকুর রহমান ফয়সাল, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক-ডিডি কৃষিবিদ মো. মাহমুদার রহমান। শেষে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-ইনসাব সকালে শহরে র্যালী করে এবং নবাবগঞ্জ সরকারী কলেজের হলরুমে আলোচনা সভা করে।