• বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ অপরাহ্ন

নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার, দেবে গেছে তানোর শীবনদীর সেতু সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদক : / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

দেবে গেছে রাজশাহীর তানোর পৌর সদর বিলকুমারী বিল বা শীবনদীর সেতু সংযোগ সড়ক। অভিযোগ উঠেছে একেবারে নিম্নমানের ইট-খোয়া, ধূলা ও প্রয়োজনের তুলনায় সামান্য বালু ব্যবহার করার কারণে মাস না যেতেই রাস্তাটি দেবে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, ব্রীজের পূর্ব দিকের রাস্তার এইচবিবি কাজ সম্প্রতি চলাচলের উপযোগী হয়েছে, কিন্তু পশ্চিম দিকের রাস্তার ইট বালু উঠে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। যার কারনে দূর্ভোগের শেষ নেই কৃষক থেকে শুরু করে জনসাধারনের। এদিকে এলজিইডি অফিস থেকে দু’আড়াই কিলোমিটার দূরুত্ব হলেও কাজের সময় কাউকে দেখা যায় না। ঠিকাদার আব্দুর রশিদ ইচ্ছেমত অনিয়মের মধ্যে দিয়ে কাজ করেই চলেছেন।

সরেজমিনে দেখা যায়, ব্রীজের পূর্বদিকের সড়কের দুপাশে পুরাতন ইটের নিম্নমানের খোয়া ও ধূলা দেয়া হয়েছে। ট্রাক থেকে পাথর নামানো হচ্ছে। সড়কে ব্লকের কাজ করা হবে। গতবারের ব্লক বিছানো আছে। সড়কের নিচ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে দেওয়া হয়েছে সড়কের নিচে সাইডে ব্লক দেওয়ার জন্য। পাথরের ট্রাকের কারনে পশ্চিম দিকের সড়কের চরম বেহাল অবস্থা।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান স্থানীয় সাংবাদিদের জানান, সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেয়া হবে। অনিয়ম হলে বিল দেয়া হবে না। রোবিবার সরেজমিনে তদন্ত করে এমন কাজের সত্যতা পেলে পুনরায় ঠিকাদারের কাছ থেকে করে নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ