• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

ইউক্রেনে রুশ হামলায় ২৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় পাঁচ শিশুসহ ২৬ জন নিহত হয়েছে।
কিয়েভ মস্কোর হামলার পাল্টা জবাব দেয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছে বলে জানিয়েছে।
রাশিয়া শুক্রবার যে বিভিন্ন শহরে হামলা চালিয়েছে তার মধ্যে মধ্য ইউক্রেনের ঐতিহাসিক উমান নগরীও রয়েছে। উমানে হামলায় চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ বাহিনী শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে। এতে ৫৭ বছর বয়সী একজন নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে।
মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালালে ৩১ বছর বয়সী এক নারী ও তার দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছে। নারীটির বাবা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সর্বশেষ রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে এর জবাব দেয়ার অঙ্গীকার করেছেন।
তিনি তার সান্ধ্যকালীন ভাষণে বলেছেন, কেবলমাত্র চরম শয়তান ইউক্রেনের বিরুদ্ধে এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।
এদিকে মস্কো বলেছে, তারা ইউক্রেন বাহিনীর রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর নিয়োগ দেয়া কর্মকর্তারা জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের হামলায় আট বছরের এক কিশোরীসহ নয়জন নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ