• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

তারাকান্দায় শিক্ষার মানোন্নয়নে ও এলাকার উন্নয়নে কাজ করবো: নজরুল

আরিফ রববানী , ময়মনসিংহ || / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নির্দিষ্ট কোনো এলাকার নয়, নির্দিষ্ট কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়,নির্বাচিত হয়ে সারা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও জনগণের সেবক হতে চান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।

সোমবার সকালে উপজেলার কাকুরা স্বপ্ন ছোয়া কোচিং সেন্টারে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নয়ন।

এ সময় তিনি বলেন,উপজেলায় ১১টি কলেজ, ৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। সেবা করবো উপজেলার
১০ টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের। প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধ তারাকান্দা গড়তে সকলকে নিয়ে একসাথে নিয়ে উন্নয়ন কাজ করবো।

তিনি বলেন, ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী, আমাদের এলাকার গর্ব, আমার শ্রদ্ধেয় নেতা শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশানা মোতাবেক প্রতিটি বরাদ্দ উপজেলার প্রতিটি ইউনিয়নে সুষম বণ্টনের মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ঘোষণা ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের যথাযোগ্য ব্যবস্থা নেবো।

এ সময় কাকুরা স্বপ্ন ছোয়া কোচিং সেন্টারের শিক্ষক,অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা
উপস্থিত ছিলেন ।

তিনি আরো বলেন-দ্বিতীয় বার আবারও নির্বাচিত হলে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে এই অঞ্চলের ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আবারও নির্বাচিত কবেন এমবটাই প্রত্যাশা করছি। সকলের সমন্বয়ে তারাকান্দার উন্নয়নে রোডম্যাপ তৈরি করে সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ সকল উপজেলায় সমভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো ইনশাআল্লাহ ।

তিনি বলেন, কারিগরি, প্রযুক্তিগত শিক্ষাসহ সাধারণ শিক্ষার মানোন্নয়নে কাজ করবো। কৃষি অর্থনীতির ভিত শক্ত করতে আধুনিক প্রযুক্তির চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। কৃষি নির্ভর এলাকা হিসাবে প্রতিষ্ঠায় উৎসাহিত করা হবে বলেও জানান তিনি।

ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নয়ন বলেন, স্কুলবেলায় জাতির পিতার আদর্শের রাজনীতিতে জড়িত হয়েছিলাম মানবসেবার ব্রত নিয়ে। আল্লাহর অশেষ রহমতে মানুষের সেবার যে সুযোগ পেয়েছি,আগামীতেও সুযোগ পেলে তা মানুষের কল্যাণে কাজে লাগাবো। উন্নয়নের রোডম্যাপ তৈরি করে পরিকল্পিত উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত করবো তারাকান্দা উপজেলা পরিষদকে। যার মধ্যদিয়ে এই উপজেলা পরিষদ হবে উন্নয়নের রোল মডেল। পরে তিনি দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জের মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ