• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

ত্রিশালের মঠবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস মন্ডলের ঈদ উপহার পেল দুস্থরা

ময়মনসিংহ প্রতিবেদকঃ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চার হাজার দুস্থ মানুষকে ঈদ উপহার হিসান্বে (শাড়ী-লুঙ্গী) প্রদান করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।

বৃহস্পতিবার (২০এপ্রিল) ইউনিয়নের পোড়াবাড়িস্থ তার নিজ বাসভবন পাশ্ববর্তী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জননন্দিত এই চেয়ারম্যান দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদের আগে চেয়ারম্যানের কাছ থেকে উপহারের শাড়ী-লুঙ্গী পেয়ে দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।

চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার হাজার মানুষকে ব্যক্তিগত ভাবে ঈদ উপহার হিসাবে শাড়ী-লুঙ্গী দিয়েছি। এছাড়াও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৮শত অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমাদের প্রিয় নেত্রী, মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসাবে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেয়া হয়েছে। পাশাপাশি ভিজিএফ কার্ডধারীর বাইরেও অনেক দুস্থ মানুষকে ব্যক্তিগত ভাবে নগদ অর্থ দিয়েছি।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ