বৃহস্পতি বার বিকালে রাজশাহীর তানোর এন্টার প্রাইজ হলমোড় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তানোর এন্টার প্রাইজের কর্ণধর সাজ্জাদ হোসেন পারভেজে র, সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।
তানোর এন্টারপ্রাইজের প্রোপাইটার শফিকুল ইসলাম পারভেজে র, পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর বাজার বণিক সমিতির সভাপতি সারুয়ার হোসেন জিওল দাখিল মাদ্রাসার সুপার আসলাম উদ্দিন তানোর করিম সরকার করকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারিম এডভোকেট রাইহান আলি তানোর ইসলাহিয়া মাদ্রাসার সহকারি শিক্ষক আরমান আলি তানোর এন্টার প্রাইজের ম্যানেজার রাসিকুল ইসলাম ক্যসিয়ার শহিদুল ইসলাম সুলতান তানোর এন্টারপ্রাইজ প্রাইজের মালশিরা সাখার সাব ডিলার ঈদুল মুন্ডমালা শাখার ডিলার কামাল তানোর এন্টারপ্রাইজের কর্ণধর পু্ত্র অর্পন সহ তানোর বাজার বণিক সমিতির সদস্য বৃন্দু।
এসময় দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তানোর বাজার মসজিদের ইমাম আশরাফুল ইসলাম।