• বুধবার, ০৭ জুন ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

বেটিং কোম্পানির লোগো ব্যবহারে অনুমতি দিল আইসিসি

ক্রীড়া ডেস্কঃ / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট দলগুলো টেস্ট ও ওয়ানডেতে বেটিং কোম্পানির লোগোযুক্ত জার্সি পরতে পারবে। এ বিষয়ে আগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আইসিসি। এ অনুমতি দেয়া হচ্ছে কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে অবশ্য বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, আইসিসি ইভেন্টে বেটিং কোম্পানির প্রচারণা চালানো যাবে না। তবে দলগুলো দ্বিপক্ষীয় সিরিজে তাদের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।

দিনকয়েক আগেই বেটিং কোম্পানির প্রচারণায় জড়িয়ে আলোচনায় এসেছেন ব্রেন্ডন ম্যাককালাম। আইপিএল শুরুর পর বেটিং কোম্পানি ২২ বেট ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ম্যাককালামকে। নিজেকে এই কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার।

বিজ্ঞাপনটি নিয়ে অভিযোগ ওঠার পর গুগল নিউজিল্যান্ড থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। এরপর ২২ বেট কোম্পানির বিজ্ঞাপনের বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এখন আছেন চাকরি হারানোর শঙ্কায়। গত বছরের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নেন ম্যাককালাম। আইসিসি অনুমোদন দিলেও ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইসিবি। এটি তাদের দুর্নীতিবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

ইসিবির গ্যাম্বলিং নীতিমালায় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বেটিংয়ে অংশ নেয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তা করায় নিষেধ আছে।

২২বেটের মূল প্রতিষ্ঠান এস্তোনিয়াভিত্তিক কোম্পানি ‘টনিবেট’। এটির যুক্তরাজ্যেও ব্যবসা করার সনদ আছে। টাইমস জানিয়েছে, গত জানুয়ারিতে যুক্তরাজ্যের গ্যাম্বলিং কমিশন ‘সামাজিক দায়বদ্ধতার ব্যর্থতা’র দায়ে টনিবেটকে ৪ লাখ ৪২ হাজার ৭৫০ পাউন্ড জরিমানা করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ