• বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE
শিরোনামঃ

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের তথ্য পুলিশকে দিতে ওসির আহবান

আরিফ রববানী , ময়মনসিংহ || / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের নির্ভয় নিরাপত্তা জোরদার ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনে এবং চুরি, ছিনতাই রোধ করার লক্ষ্যে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় সিএনজি, অটোরিকশা চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভুগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং স্থানীয় চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে সদর সার্কেল ও ওসি বলেন, অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সার্বিক নিরাপত্তা জোড়দার করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালক এবং মালিকদের মধ্যে সচেতনতা মূলক মতবিনিময়ে বলেন, অটো ছিনতাই, চুরি রোধকল্পে যাত্রীদের দেওয়া কোন কিছু না খাওয়া, সন্ধ্যার পরে রিজার্ভ না যাওয়া, স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে যাত্রীদের ছবি উঠিয়ে রাখা, নির্ধারিত গন্তব্যস্থলের পর কোন নির্জন রাস্তায় আর না যাওয়া, একই বয়সের বখাটে/ মাদকাসক্ত সঙ্গবদ্ধ চক্রের সন্ধান পাওয়া মাত্রই প্রশাসনকে জানানো, যাত্রীদের গতিবিধি সন্দেহ হলে তাৎক্ষণিক ৯৯৯ কিংবা থানা পুলিশকে অবহিত করার আহবান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ