চলছে পবিত্র মাহে রমজান। আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত করছেন বিশ্ব মুসলিম। ইবাদতে ব্যস্ত সময় পার করছেন
রাজশাহীর পবা হরিপুরে ভাটাপাড়া গ্রামের বাসিন্দারাও। এই গ্রামে দ্যাখা যাচ্ছে মসজিদ ভর্তি মুসল্লী;কিন্তু একটি চোর চক্রের ফাঁদে তারা অনেকটায় অসহায় । রাতদিন সবসময়ই যেন চুরির হিড়িক চলছে রাজশাহী পবার হরিপুর ভাটাপাড়া গ্রামে।
সরেজমিনে খবর নিয়ে জানা যায়, হরিপুর ভাটাপাড়া গ্রামের মোঃ হাসিমুদ্দিন মন্ডল (মেম্বার) এর বড়ো ছেলে মোঃ তরিকুল ইসলাম তরিকুলের দোকান থেক দুইটি লোহার চেয়ার চুরির হয়েছে।এই বিষয়ে চা বিক্রেতা তরিকুল বলেন, এইভাবে চেয়ার চুরি হলে আমরা কিভাবে গ্রাম্য পরিবেশে দোকান চালাবো। তরিকুলেরই ছোট ভাই শামীম হোসেন বাবুরও চুরি হয়েছে দুইটি পাওয়ার টিলার এর চাকা। তিনিও চুরির বিষয়ে হতবাক হয়েছেন। মুদি দোকানদার এই বাবু বলেন, এভাবে চুরি হলে যাবো কোথায়।
এছাড়াও অত্র এলাকার মোঃ রুহুল আমিনের পুকুরে মাছ চুরি, মোঃ এন্তাজুলের দোকানের বেঞ্চ চুরি, মো:আসাদ আলীর দোকানের বেঞ্চ চুরি, মো:বাদেশ আলীর ছেলে মো: নয়নের খাশি চুরি সহ প্রতিদিনই কিছু না কিছু চুরির ঘটনা ঘটছে। চুরির ফাদে পড়া মানুষেরা এবং অত্র এলাকার সাধারণ মানুষের দাবি এই সব চুরিগুলো ছিচকে চোরে করলেও ওদের পাশে থাকতে পারে অদৃশ্য কোন মদদদাতা। তারা আরো বলেন দামকুড়া থানা সবসময় সজাগ; তবুও ঘটে চলেছে চুরির ঘটনা। হরিপুর ভাটাপাড়া গ্রামে সাধারন মানুষ দামকুড়া থানা প্রশাসনের আরো জোরালো দৃষ্টি কামনা করেন। তারা আরও বলেন হরিপুর ভাটাপাড়া গ্রামে চলছে মাদকসেবীদের প্রকাশ্য আড্ডা। এইসব মাদকসেবীরা দিকেই অনেকের আবার সন্দেহের তীর। এইসব উঠতি বয়সের মাদকসেবীদের থামানোর এখনই সময় বলে মন্তব্য করেছেন হরিপুর ভাটাপাড়া গ্রামের বিশিষ্টজনেরা। হরিপুর ভাটাপাড়া গ্রামের সকল পেশার মানুষ অতিদ্রুত চুরি বন্ধে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছে।