• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্রে আবারও গোলাগুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ কমপক্ষে ৬ জন।

গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বন্দুকধারী কিভাবে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকের নিচতলায় বন্দুকধারী গুলি চালাতে ‍শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বড় ধরনের আগ্নেয়াস্ত্র বহনকারী ব্যক্তিটি হঠাৎ করে গুলি করতে শুরু করে। ট্রয় হাস্টে নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমার পাশের লোকটির গায়ে গুলি লাগে। রক্ত ছিটকে এসে আমার গায়ে পড়ে।

এ সময় ৫ জন মারা যায় এবং ৬ জন গুলিবিদ্ধ হয়। একজন পুলিশ অফিসারের মাথায় গুলি লেগেছে। তার অবস্থা কি জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কেনটাকির গভর্নর এন্ডি বেসিয়ার এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিল শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক।

সূত্র: বিবিসি, এবিসি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ