• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:১১ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

পুঠিয়ায় পুকুর খননের অভিযোগে ১ ব্যক্তির এক বছরের জেল

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) রাতে বেলপুকুর থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এই অভিযান পরিচালনা করেন। এসময় পুকুর খনন কাজে জড়িত বানি ইসরাইল নামের একজনকে আটক করা হয়। তিনি বানেশ্বর ইউনিয়নের ধলাট গ্রামের বাসিন্দা।
এদিকে পুঠিয়া উপজেলা প্রশাসন কঠোর নজরদারি থাকলেও যেন কোন ভাবেই বন্ধ করা যাচ্ছে না অবৈধভাবে পুকুর খনন করে মাটি বহন করা। অবৈধ ট্রাক্টরে করে মাটি বহনের ফলে নষ্ট হচ্ছে পুঠিয়া উপজেলার পাকা রাস্তাগুলো। সম্প্রতি, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু এর নেতৃত্বে বিশাল মানববন্ধন করা হয়েছে তাতেও কোন ফল আসছে না। পুঠিয়া থেকে তাহেরপুর এই সড়কে মাটি ওঠার কারণে, রাস্তা নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। আর বাইক চালকদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠছে। শুধু আঞ্চলিক সড়ক নয় ঢাকা-রাজশাহী মহাসড়কও কখনো কখনো দেখা যাচ্ছে মাটি বাহিত ট্রাক্টর। এই ট্রাক্টর এর মাটি মহাসড়কে পড়ে ইতিমধ্যেই বেশ কয়েকজন হারিয়েছেন প্রাণ, ঘটেছে দুর্ঘটনা। একটু বৃষ্টি পড়লে এই রাস্তাগুলো হয়ে উঠে মরণ ফাঁদ। কখনো কখনো তাজা মাছ বহনকারী ট্রাক থেকেও পানি পড়ে পিচ্ছিল হওয়ার কারণে রাস্তায় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। বর্তমানে এভাবে পুকুর খনন বন্ধ ও অবৈধভাবে রাস্তা দিয়ে মাটি টানা কাজ বন্ধ হোক চান অধিকাংশ মানুষ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বেলপুকুর ইউনিয়নের ধলাট এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে বানি ইসরাইল নামে একজনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল দেওয়া হয়েছে। আসামিকে রাতেই বেলপুকুর থানায় সোপর্দ করা হয়েছে। রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও পুকুর খনন কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও স্কেবেটর রবিবারের মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রহুল আমিন বলেন, রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের জেল দিয়ে থানায় পাঠিয়েছে। রবিবার সকালে তাকে জেল হাজতে পেরন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ