বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে গোদাগাড়ীতে অবস্থান কর্মসূচী পালন করেছেন উপজেলা বিএনপি।
শনিবার ৮ এপ্রিল বিকেল ৩ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী -তানোরের বিএনপির অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন ।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন বলেন, বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। ভয়ে তারা এখন আইনশৃংখলা বাহিনী দিয়ে বিএনপি’র সকল প্রকার কর্মসূচীতে বাধা প্রদান করছে। কিন্তু বিএনপি আর কোন দলের বা আইন শৃংখলা বাহিনীর চোখ রাঙ্গানীকে ভয় পায়না। বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানান।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারন সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবল ইসলাম, আজিমুসান উজ্জলসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।