• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সব ধর্মীয় পবিত্র স্থানের মর্যাদা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বিশেষ করে ওআইসি ও জাতিসংঘকে এ ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে।

শুক্রবার (৭ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

নতুন করে ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলা ঠেকাতে ‘উপযুক্ত চিন্তা’ করার ওপর গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট। এতে উভয় পক্ষ উদ্ভূত পরিস্থিতি নিরসনে এগিয়ে আসবে।

প্রসঙ্গত, মঙ্গলবার আল আকসা মসজিদে ইসলাইলের সামরিক কমকর্তারর জোর করে প্রবেশ করে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ করে।

লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়, সংঘর্ষের পর চারশ’র বেশি মুসল্লিকে গ্রেফতার করে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে বুধবার ইসরাইল পুলিশের দাবি, মাস্ক পরিহিত অবস্থায় কয়েক ডজন যুবক ইসরাইলি সৈন্যদের জিম্মি করে মারাত্নক পরিস্থিতি তৈরি করে এবং উস্কানিমূলক শ্লোগান দিয়ে ইসরাইলি সৈন্যদের ওপর হামলা শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ