• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

এবারের আইপিএল খেলবেন না সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্কঃ / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারতে আইপিএলে খেলতে যাওয়ার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে পুরো মৌসুম জুড়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের আইপিএল না খেলতে পারা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইপিএলের পুরো মৌসুমের জন্য সাকিবকে অনাপত্তিপত্র দেয়নি। এসবের মাঝেই এবার বদলে গেল দৃশ্যপট। এবারের আইপিএলে খেলবেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয়। আইপিএল না খেলার বিষয়টি নিজেই কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন তিনি।

ফলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাকে। কলকাতা ম্যানেজমেন্ট থেকেই নাকি তাকে না খেলার প্রস্তাব দেয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে, পুরো মৌসুমে সাকিবের সার্ভিস না পাওয়ায় বিকল্প কোনো ক্রিকেটারকে পেতে চায় কলকাতা। যে কিনা পুরো মৌসুম দলের সাথে থাকতে পারবে। অবশ্য সাকিবের সামনে এমন প্রস্তাব রেখে ‘হ্যাঁ কিংবা না’ দুটো অপশন রেখেছিল তারা। কলকাতার সাথে দীর্ঘ সম্পর্কের জেরে সাকিব হ্যাঁ বেছে নিয়েছেন।

অপরদিকে ইতিমধ্যে আইপিএলের ১৬তম আসর শুরু হয়েছে। একটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআরও। সেই ম্যাচে ছিলেন না সাকিব এবং লিটন। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট থাকায় কেকেআরের দ্বিতীয় ম্যাচেও তারা খেলতে পারবেন না। পরে আইপিএল খেলতে ভারতে এলেও মে মাসের প্রথম সপ্তাহে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ আছে টাইগারদের।

যা আগামী ৯ মে থেকে শুরু হবে। চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সেই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এমণ পরিস্থিতিতে আড়াই থেকে তিন সপ্তাহের বেশি সাকিব-লিটনকে পাবে না কেকেআর। তাই সাকিব-লিটনকে এই মৌসুমে না খেলার প্রস্তাব দিয়েছে কলকাতা নাইটরাইডার্স।

অন্যদিকে আইপিএল না খেলার বিষয়টি সাকিব নিজেই কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন তিনি। এই সময়ে তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে, মোহামেডানের জার্সি গায়ে। এ বিষয়টি নিশ্চিত করে মোহামেডান পরিচালক সাব্বিরের বরাতে একটি গণমাধ্যম জানায়, ‘সাকিব আমাদের নিশ্চিত করেছে, আইপিএলে না গেলে ৮ এপ্রিলের পর থেকে মোহামেডানের হয়ে খেলবে। মোহামেডান সুপার লিগে গেলে তখনো তাকে পাব আমরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ