• শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

আল আকসা প্রাঙ্গণে পুলিশের হাতে প্রাণ হারালেন ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলের পুলিশ।

শনিবার (১ এপ্রিল) পবিত্র রমজান মাসে দিনে-দুপুরে প্রকাশ্যে ২৬ বছর বয়সী এক যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের গুলিতে যে যুবক নিহত হয়েছেন, তিনি এক পুলিশ কর্মকর্তার অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করেছেন। তারা জানিয়েছে, নিহত যুবক দক্ষিণ ইসরায়েলের হুরার বেদুঈন শহরের বাসিন্দা ছিলেন।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো সংবাদমাধ্যম দ্য নিউ আরবকে জানিয়েছেন, ইসরায়েলি পুলিশের এ দাবি অসত্য। ওই যুবক তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেননি।

একটি সূত্র জানিয়েছে, নিহত যুবককে চেইন গেটের (বাব আল-সিলসিলা) বাইরে গুলি করা হয়। ওই সময় আল আকসা মসজিদে প্রাঙ্গণ থেকে এক বালিকাকে আটক করার চেষ্টা করছিল ইসরায়েলি পুলিশ। তিনি তাদের বাধা দেন। এরপরই গুলির ঘটনা ঘটে।

যুবককে গুলি করে হত্যার পর সেখানে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা উপস্থিত হন। তারা আশপাশের রাস্তা বন্ধ করে দেন। এছাড়া বন্ধ করে দেওয়া হয় ওল্ড সিটির প্রবেশ ও বের হওয়ার রাস্তাও। এ সময় রাস্তার পাশে থাকা সাধারণ ফিলিস্তিনি দোকানদারদের হেনস্তা ও মারধর করে ইসরায়েলি সেনারা।

এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অন্য সাধারণ সময়ের তুলনায় আল আকসা মসজিদে বেশি মানুষের সমাগম হয়। এছাড়া গতকাল শুক্রবার থাকায় মানুষের উপস্থিতি আরও বেশি ছিল। এমন সময়েই মসজিদ প্রাঙ্গণে এক যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ।

সূত্র: দ্য নিউ আরব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ