সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর তানোর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পৌরসভা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। থানা পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি, স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগের দর্লীয় নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যা রাতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনে একাত্তরের ভয়াল ২৫ মার্চের কালরাত স্মরণ করেছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।#