গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৭২৫ গ্রাম হেরোইনসহ ওয়াসিকুল রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী র্যাব-৫ । রাজশাহী র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার গভীর রাতে রাজশাহী জেলার গোদাগাড়ীর কোকরাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মুরগির ঘর থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটক মাদক ব্যবসায়ী ওয়াসিকুল রহমান বর্তমান গোদাগাড়ীর মেডিকেল মোড় কোকরা পাড়া এলাকায় বসবাস করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেডিকেল মোড় কোকরাপাড়া এলাকায় একটি বাড়িতে অবৈধ মাদক রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ২ টার সময় ওয়াসিকুলের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১ তলা নির্মাণাধীন বাড়ির সিড়ির নিচে থাকা মুরগীর ঘরের ভিতর থেকে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হেরোইন বিক্রির জন্য তিনি মজুদ রেখেছিল। পরে তাকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।