বাংলাদেশসহ এশিয়ার এই অঞ্চলের অন্যত্র বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের প্রতিবেশী দেশ মিয়ানমারের সামরিক দমনপীড়নের ফলে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। এই রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের সৃষ্টি করেছে।
মিয়ানমারের পুরানো নাম ব্যবহার করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই নতুন সহায়তা আমাদের মানবিক অংশীদারদের বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় দিকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
তিনি বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ দাঁড়িয়েছে ২ দশমিক ১ বিলিয়ন ডলার।
মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা মেটাতে ৮৭৬ মিলিয়ন ডলারের প্রয়োজন। কিন্তু অনুদান কমানোর পরে তাদের খাদ্যের রেশন কমাতে বাধ্য করা হয়েছে।
সূত্র: এনডিটিভি