• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

দেশের আওয়াজ ডেস্কঃ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৮ মার্চ, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের টায়ার বিস্ফোরণে আল-আমিন (১৬) নামে কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ মার্চ) সকালে জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে একটি ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, আজ সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর একটি ট্রাক্টরের পিছনের চাকায় হাওয়া দেয় আলামিন। হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে সেতাবগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়।

অন্যদিকে কাভার্ডভ্যানের ধাক্কায় নয়ন চৌধুরী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার তেঁতুলতলা ভাতারমারি ফার্ম নামক ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মারা যান। নিহত নয়ন চৌধুরী ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের আশামুল (একরামুল) চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল ও পীরগঞ্জ থেকে আসা ছোট কাভার্ড ভ্যানের মুখোমুখি ধাক্কায় লাগে এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভোটপাড়া গ্রামে বেলা রাণী (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ভোটপাড়া কালীমন্দিরের পাশে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু ওই গ্রামের কৃপণ সিংহের স্ত্রী ও পাড়িয়া ইউনিয়নের সোলাবন্দর গ্রামের সাধু যিশু রামের মেয়ে।

নিহতের স্বামী কৃপণ সিংহ বলেন, মঙ্গলবার রাতে দোল পূজার গান শুনে আমি আর আমার স্ত্রী বাড়ি এসে শুয়ে পড়ি। পরে কখন বাড়ি থেকে বের হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলতে পারিনি। তবে এর আগে থেকে পূর্ণিমা ও অমাবস্যা সময় কেমন জানি অস্বাভাবিক আচরণ করে। হয়ত আজকেও সেটার কারণে এ ঘটনা ঘটিয়েছে।

অন্যদিকে, সদরের মথুরাপুর এলাকায় সড়ক দুর্ঘটনা চারজন আহত হয়েছে। আজ দুপুরে পাওয়ারটিলার আর অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’জন মহিলা একজন পুরুষ আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম,পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতরা চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ