চাঁপাইনবাবগঞ্জ র্যাবের অভিযানে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভূয়া এনজিও’র মূলহোতা সহ ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানান র্যাব-৫।
র্যাব জানায়, র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল ২৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোজগন্নাথপুর (দোভাগী) বাজারস্থ আবু তাহের কাফি মাস্টার এর টিনসেড বিল্ডিং এর পশ্চিম পাশের ঘরে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে অভিযান পরিচালনা করে।
এসময় পদ্মা সমাজ উন্নয়ন সংস্থা এর অফিস রুম হতে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থায় মানুষের জমাকৃত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা হাসানুজ্জামান জেন্টু (৪০), (মূলহোতা ও পরিচালক), পিতা- মৃত নেস মোহাম্মদ বিশ্বাস, সাং-কৃষ্ণ গোবিন্দপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, ও শহিদুল ইসলাম (২৮) (মাঠকর্মী), পিতা-মোঃ আয়নাল হক, মাতা-মোসাঃ তাজকেরা বেগম, সাং-চরকানছিড়া ডাক্তার পাড়া, সাইরন কেথা (৪৫) (মাঠকর্মী), পিতা-মৃত আলহাজ আব্দুস সাত্তার, সাং-নামোজগন্নাথপুর দোকাঠা, এবং বদিউর রহমান (২৭) (মাঠকর্মী), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-নামোজগন্নাথপুর, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেপ্তার করে। এসময় ভূয়া পাশ বই-৫ টি, লোন রেজিষ্টার-৯ টি, মোবাইল ফোন-৪ টি, এবং সীমকার্ড- ৬ টি জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহণ করে অধিক মুনাফা দেয়ার লোভ দেখিয়ে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। উক্ত এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার লোভ দেখিয়ে গরীব অসহায় লোকদের টাকা বিনিয়োগ এবং টাকা ঋণ নেয়ার জন্য উস্কানি প্রদান করে।
অসহায় লোকজন তাদের উস্কানিতে টাকা বিনিয়োগ করে এবং তাদের এনজিও হতে ফাঁকা চেক জমার মাধ্যমে ঋণ উত্তোলন করলে এনজিও কর্মীরা ব্লাংক চেক ব্লাক মেইল এর মাধ্যমে অতিরিক্ত টাকা এবং গ্রাহকের জমাকৃত ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। অসংখ্য ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাগঞ্জের চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে উক্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের এক পর্যায়ে ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বর্ণিত এলাকা হতে পদ্মা সমাজ উন্নয়ন সংস্থা এর মূলহোতা, পরিচালক সহ প্রতারক চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় প্রতারণা মামলা হয়েছে।