আজ রাজশাহী মহানগরীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী রাজশাহী বইমেলা ২০২৩। রাজশাহীর সামাজিক সংগঠন সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা এই মেলার আয়োজন করছে।
নগরীর পদ্মা গার্ডেনস্থ বড়কুঠি মুক্তমঞ্চে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।
উদ্বোধনকালে অতিথি হিসেবে ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর শরিফুল ইসলাম বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমূখ উপস্থিত থাকবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলায় থাকছে দেশের বিভিন্ন প্রকাশনী, স্থানীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে উক্ত বইমেলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সাহিত্য ভাবনা, সাহিত্য আড্ডা, তরুণোদয়ের গল্প, দেশাত্মবোধক গান, তারুণ্যের ভাবনা, লোকগীতি, বিতর্ক, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, গম্ভীরা-নাটিকা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমসহ বৈচিত্রময় আয়োজন।