• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৪০ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির ক্ষতি ১.৬ ট্রিলিয়ন: গবেষণা

আন্তর্জাতিক ডেস্কঃ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

গত বছর ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। জার্মান ইন্সটিটিউট অফ ইকোনমিক্স এমন তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে যে তাদের একটি গবেষণায় এমন চিত্র পাওয়া গেছে।

ওই গবেষণার সমীক্ষা অনুসারে, ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী উৎপাদন ক্ষতির পরিমাণ আরও এক ট্রিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি হতে পারে।

ওই জার্মান ইনস্টিটিউটের গবেষণা মডেলে দেশজ উৎপাদনের (জিডিপি) ওপর ভিত্তি করে এমন গণনা করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য এতে ভিত্তি হিসেবে কাজ করেছে। সংস্থাটির দ্বারা বৈশ্বিক অর্থনীতির পতনের পূর্বাভাস গণনা ও সংশ্লিষ্ট অনুমান ওই গবেষণায় কাজে লাগানো হয়েছে।

এ কারণে ওই গবেষণায় ২০২২ সালের জিডিপির প্রকৃত উন্নয়ন এবং ২০২৩-এর অর্থনৈতিক পূর্বাভাসকে ২০২১-এর শেষে ইউক্রেন যুদ্ধ ছাড়াই প্রকৃত প্রত্যাশিত উন্নয়নের সঙ্গে তুলনা করা হয়।

জার্মান ইন্সটিটিউট অফ ইকোনমিক্স তাদের সমীক্ষায় জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়েছে। উপরন্তু, বিদ্যুতের দাম আকাশচুম্বী হয়েছে। এতে বলা হয়েছে, মূল্যস্ফীতি বিশ্বের সর্বত্র তীব্রভাবে বেড়েছে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্রাস করেছে।’

এ গবেষণায় বলা হয়েছে, ‘অনিশ্চিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সুদের হার এবং মূলধনী পণ্যের ব্যয় বৃদ্ধি হয়েছে। এ কারণে ক্রমবর্ধমানভাবে অর্থায়নের ব্যয়ও বেড়েছে। এ কারণে বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি বিনিয়োগে অনিচ্ছা প্রকাশ করেছে।’

তবে গবেষকরা জানিয়েছেন, তারা আশা করছেন যে ২০২২ সালের তুলনায় এবার সম্পূর্ণ অর্থনৈতিক ক্ষতি কিছুটা কম হবে। এর কারণ হলো, বৈশ্বিক কাঁচামাল এবং শক্তির বাজারে পণ্যের সহজলভ্যতা।

সূত্র : আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ