• বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

দর্শক টানতে ভারতীয় সিনেমা আমদানির উদ্যোগ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

নানা সংকটে দেশের সিনেমা শিল্প যখন ধুঁকছে এই অবস্থায় হলে দর্শক টানতে ভারতীয় সিনেমা আমদানির প্রস্তাব দিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সব সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। শর্তসাপেক্ষে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। এ ব্যাপারে পদক্ষেপ নিতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভারতের চলচ্চিত্র আমদানির বিষয়ে মন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব দেয়। পরে মন্ত্রী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

পরিষদের সদস্যসচিব ও চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ দাবিগুলো পড়ে শোনান। পরে সেগুলো মন্ত্রীর হাতে তুলে দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। এ সময় চলচ্চিত্র-সংক্রান্ত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চলচ্চিত্র পরিষদের প্রস্তাবনা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে দুই বছরের জন্য ভারতীয় সিনেমা আমদানি করা হবে। প্রথম বছর ১০টি এবং পরের বছর আটটি ভারতীয় সিনেমা আমদানি করা হবে। সিনেমা হলে বছরের ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ২০ সপ্তাহ আমদানির সিনেমা প্রদর্শনের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে মোর্চা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতি, পরিবেশক সমিতিসহ সবাই এ ব্যাপারে একমত হয়েছে। সুতরাং এ ব্যাপারে পদক্ষেপ নিতে আর কোনো অসুবিধা নেই।’

hhh

হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে তিনি আলাপ করবেন। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সিনেমা আগের তুলনায় ভালো হচ্ছে। অনেক সিনেমা বক্স অফিস হিট করছে। কিন্তু এখনো প্রতি সপ্তাহে ভালোভাবে চালানোর মতো সিনেমা সবসময় হচ্ছে না, এটি বাস্তবতা। আপনারা সুচিন্তিতভাবে একটি প্রস্তাব দিয়েছেন যে, নির্দিষ্ট কিছু ভারতীয় হিন্দি ছবি যদি আমদানি হয় তাহলে অনেকে আবার হলমুখী হবে এবং বাংলা ছবিও বা আমাদের ছবিও দেখতে যাবে।’

হাছান মাহমুদ বলেন, ‘আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আমি ইতোমধ্যে বলেছি, আপনারা যে আসবেন আজ, সেটিও তাকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ