• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন
  • Arabic AR Bengali BN English EN French FR German DE

কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর মিরপুর-কালশী ফ্লাইওভার ও ৬ লেন সড়ক উদ্বোধন করলেন । রোববার, ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন। এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন কালশী ফ্লাইওভার উদ্বোধনের ফলে মিরপুর থেকে বিমানবন্দর এলাকায় ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাবে। মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ হবে।যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের চার লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে। প্রকল্পটির কাজ বিএনসিসি ও বাংলাদেশ আর্মি সম্পন্ন করেছে।

২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের চার মাস আগেই নির্মাণ কাজ শেষ হওয়ায় খুলে দেওয়া হচ্ছে যান চলাচলের জন্য।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. মনোয়ারুল ইসলাম সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ